দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২৪ এর জন্য প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে।
যারা নির্ধারিত সময়ে সকল নিয়ম মেনে প্রতিবেদন জমা দিয়েছেন, তাদের প্রতিবেদনসমূহ প্রতিযোগিতার নির্ধারিত নিয়ম মেনে যাচাই-বাছাই এবং যথাযথ পদ্ধতিতে, নিরপেক্ষ বিচারকমন্ডলীর মূল্যায়নের পর, চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। পুরস্কার প্রদান অনুষ্ঠান ও বিজয়ীদের বিষয়ে যথাসময়ে, যথানিয়মে অবহিত করা হবে।
টিআইবির পক্ষ থেকে অংশগ্রহণকারী সকল শ্রদ্ধেয় সাংবাদিকের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা রইলো।
দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২৪ প্রদানের জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বাংলাদেশি মালিকানাধীন এবং বাংলাদেশ থেকে পরিচালিত সংবাদপত্র, অনলাইন সংবাদমাধ্যম ও টিভি চ্যানেলে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন আহ্বান করছে। জমাকৃত প্রতিবেদন অনুসন্ধানী সাংবাদিকতার মৌলিক শর্তাবলী পূরণসাপেক্ষে মূল্যায়নের জন্য বিবেচিত হবে। ০১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৩ সময়কালে প্রকাশিত বা প্রচারিত প্রতিবেদনসমূহ থেকে টিআইবির বোর্ড অব ট্রাস্টিজকর্তৃক মনোনীত সম্পূর্ণ নিরপেক্ষ বিচারকমণ্ডলীর মূল্যায়নে নিম্নোক্ত বিভাগসমূহে সেরা প্রতিবেদন পুরস্কারের জন্য বিবেচিত হবে।
রাজধানী ঢাকা থেকে বাংলাদেশি মালিকানাধীন এবং বাংলাদেশ থেকে পরিচালিত যে কোনো বাংলা ও ইংরেজি দৈনিক সংবাদপত্র, সাময়িকী এবং অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন।
বিজয়ীকে ১,২৫,০০০ (এক লাখ পঁচিশ হাজার) টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হবে।
রাজধানী ঢাকা ব্যতীত দেশের যে কোনো অঞ্চল থেকে বাংলাদেশি মালিকানাধীন এবং বাংলাদেশ থেকে পরিচালিত বাংলা ও ইংরেজি দৈনিক সংবাদপত্র, সাময়িকী এবং অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন।
বিজয়ীকে ১,২৫,০০০ (এক লাখ পঁচিশ হাজার) টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হবে।
বিটিভিসহ বাংলাদেশি মালিকানাধীন এবং বাংলাদেশ থেকে পরিচালিত বেসরকারি টিভি চ্যানেলসমূহে প্রচারিত অনুসন্ধানী সংবাদ প্রতিবেদন (আইপি টিভি কিংবা টেলিভিশনের শুধুমাত্র ডিজিটাল মাধ্যমে প্রচারিত প্রতিবেদন পুরস্কারের জন্য বিবেচিত হবে না)।
বিজয়ীকে ১,২৫,০০০ (এক লাখ পঁচিশ হাজার) টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান
করা হবে।
বিজয়ী প্রতিবেদনের ভিডিওচিত্র ধারণে ক্যামেরাপার্সনের অনবদ্য ভূমিকা থাকলে বিচারকমণ্ডলীর সুপারিশের
ভিত্তিতে তাঁকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হবে।
বিটিভিসহ বাংলাদেশি মালিকানাধীন এবং বাংলাদেশ থেকে পরিচালিত বেসরকারি টিভি চ্যানেলসমূহে অথবা সংশ্লিষ্ট টেলিভিশনের নাম ও লোগোযুক্ত প্রাতিষ্ঠানিক ডিজিটাল মাধ্যমে প্রচারিত অনুসন্ধানী প্রামাণ্য অনুষ্ঠান (ডকুমেন্টারি)।
বিজয়ী অনুসন্ধানী প্রামাণ্য অনুষ্ঠানকে (ডকুমেন্টারি) ১,৫০,০০০ (এক লক্ষ
পঞ্চাশ হাজার) টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হবে।
প্রামাণ্য অনুষ্ঠান নির্মাণে
সংশ্লিষ্ট প্রতিবেদক, উপস্থাপক ও ক্যামেরাপার্সনদের আলাদাভাবে সম্মাননাপত্র প্রদান করা হবে।
প্রতিবেদন জমা দেওয়ার আগে নির্দিষ্ট নিয়মাবলী সতর্কতার সঙ্গে পড়ুন
ইউনেস্কো, গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ক (জিআইজেএন), সেন্টার ফর ইনভেস্টিগেটিভ জার্নালিজম (সিআইজে), ডাচ-ফ্লেমিশ অনুসন্ধানী সাংবাদিকতা সংঘ (ভিভিওজে)-সহ পেশাদার সাংবাদিকরা একমত যে অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে নিম্নলিখিত মূল উপাদানসমূহ নিশ্চিত করতে হবে-
• পদ্ধতি বা পরিকল্পনামাফিক (সিস্টেম্যাটিক) অনুসন্ধান;
• গভীর (ইন-ডেপথ) ও মৌলিক অনুসন্ধান;
• বিশ্লেষণাত্মক ও কোনো একটি বিষয়কে তলিয়ে দেখা;
• জনস্বার্থ এবং সামাজিক ন্যায়বিচার ও জবাবদিহি মূল বিবেচ্য ধরে গোপন তথ্য উন্মোচন;
• স্বচ্ছ, সত্য/তথ্য-নির্ভর; এবং
• সততা ও নির্ভরযোগ্যতা।
• তথ্য কেনা, বেআইনিভাবে টেলিফোন ও কম্পিউটার হ্যাক করা বা
অন্যান্য অনুরূপ
পদ্ধতিতে সংগৃহীত তথ্য (শুধুমাত্র জরুরি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ের ক্ষেত্রে ব্যতিক্রম হতে
পারে);
• স্কুপ বা লিক জার্নালিজম (কোনো নথি ফাঁস বা কোনো স্বার্থের দ্বন্দ্বে পুষ্ট ব্যক্তির দেওয়া চমকপ্রদ তথ্য প্রকাশ)।
যথানিয়মে এবং অনুসন্ধানী সাংবাদিকতার মৌলিক শর্তাবলী পূরণ করে জমা দেওয়া প্রতিবেদন ও প্রামাণ্য অনুষ্ঠানসমূহ প্রাতিষ্ঠানিক ও পদ্ধতিগত দুর্নীতি উন্মোচনে সাফল্যের মাপকাঠিতে মূল্যায়িত হবে। এক্ষেত্রে প্রকাশিত তথ্যের বিষয়, গুরুত্ব, অনুসন্ধানের গভীরতা, পরিবেশনের ধরন ও মান এবং দুর্নীতি প্রতিরোধে সংশ্লিষ্ট প্রতিবেদন বা অনুষ্ঠানের সম্ভাব্য প্রভাব- এ বিষয়গুলো বিবেচিত হবে। টিআইবির বোর্ড অব ট্রাস্টিজকর্তৃক মনোনীত বিচারকমণ্ডলী প্রাপ্ত প্রতিবেদনগুলো মূল্যায়ন করবেন এবং এ ব্যাপারে তাঁদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। প্রত্যেক বিচারক পৃথকভাবে প্রতিটি প্রতিবেদন যাচাইয়ের পর, সর্বোচ্চ গড় নম্বরের ভিত্তিতে বিচারকমণ্ডলীর সভায় চূড়ান্ত বিজয়ী নির্ধারিত হবে। প্রতিবেদন মূল্যায়ন ও বিজয়ী নির্বাচনে টিআইবির কোনো ভূমিকা থাকে না।
যোগাযোগ: পরিচালক, আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন, ট্রান্সপারেন্সি
ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)
মাইডাস সেন্টার, লেভেল ৪ ও ৫, বাড়ি ০৫, সড়ক ২৭ (পুরাতন) ১৬ নতুন, ধানমন্ডি, ঢাকা ১২০৯
ফোন : ৮৮০ ২ ৪১০২১২৬৭-৬৯